head ad

জাহান্নামের আজাব থেকে মুক্তি লাভের দোয়া



ইসলাম একটি পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই মু'মিনের প্রতিটি মুহুর্ত অতিবাহিত হয় মহান আল্লাহর নির্দেশিত পথে। কোরআন-সুন্নাহ অনুযায়ী চলার কারণে পুরো সময়টাই মু'মীনের ইবাদাত হিসেবে গণ্য হয়। ঘুম থেকে শুরু করে পুনরায় বিছানায় শোয়া পর্যন্ত প্রতিটি ধাপে নির্দষ্ট কিছু দোয়া আছে। যা পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ হয়। পাপের বোঝা হালকা হয়। এবার আমরা জানবো জাহান্নামের আজাব থেকে মুক্তি লাভের দোয়া জানবো। এই দোয়া সকাল-সন্ধ্যা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছেন সয়ং বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সাঃ)।

রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি [আল্লাহুম্মা আযিরনী মিনান্নার] ৭ বার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার  জাহান্নাম হতে মুক্ত লিখে দেওয়া হয়। [মেশকাতুল মাসাবীহ]

ইমাম মুসলিম ইবনে হারেস ইবনে মুসলিম তামীমী (রহঃ) বলেন, আমার পিতা ইবনে হারেস (রাঃ) এক যুদ্ধ থেকে ফিরার পর হুজুরে পাক (সাঃ) তাকে বললেন, ফযরের নামায শেষে কারো সাথে কথা বলার আগে তুমি ৭ বার এ দোয়া পরঃ “আল্লাহুম্মা আযিরনী মিনান্নার”। অর্থাৎ আয় আল্লাহ! আমাকে দোযখের আগুন থেকে রক্ষা করুন। যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআ’লা তোমাকে দোযখের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। এমনিভাবে মাগরিবের নামায শেষে কারো সাথে কথা বলার আগে তুমি ৭ বার একই দোয়া পড়ো এবং যদি সে রাত্রে তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআ’লা তোমাকে দোযখের আগুন হতে মুক্ত বলে লিখে দিবেন।(আবু দাউদ শরীফ)

Picture: Google & Collected.

No comments

Raselarman. Powered by Blogger.